Wednesday, 14 February 2018

প্রারব্ধ ও পুরুষার্থ



পুরুষার্থ থেকে ব্যক্তির প্রারব্ধ জানা যায় । প্রারব্ধ ব্যক্তির অনুকুল না প্রতিকুল , অনুকুল থাকলে সফলতা আর প্রতিকুল থাকলে বিফলতা । যা ভাগ্যে তা হবেই । কেউ তোমাকে সাহায্য এই ভ্রমে কে মুছে ফেল । যদি কেউ করে তা করবে তোমার কর্ম আর বিশ্বাস । মানব শরীর পেয়ে মানব ধর্ম অনুসারে কর্ম না করলে পরের জন্মে কর্ম সিদ্ধান্ত অনুসারে পশু কর্ম করলে পশু যোনি তে জন্ম হবে এতে কোন সন্দেহ নেই । জীবন এক সংগ্রাম এখানে চাওয়া দুর্বলতা কিন্তু বিশ্বাস এক শক্তি । বৈভব পেতে চাও তো দারিদ্রতার কথা চিন্তা কর না । সুখ পেতে চাও দুঃখ এর চিন্তা কর না ।
গাও রে মন তুমি প্রভুর নাম , পরের নিশ্বাস আসবে কিনা পরের ক্ষনে তুমি জান না ।নিজের জীবন সবাই করে সুখের অভিলাষ কিন্তু কেউ পড়তে পারে না ভাগ্যের ভাষা । যা মিলেছে তাই কর্মের ফল । জন্ম মৃত্যুর খেলা কেউ বুঝতে পারে না । কে কোথা থেকে আসবে আর কোথায় যাবে । পৃথিবী তে এসে সবাই ভুলে যায় । ঈশ্বর পথে চল এটাই সত্য ।
যেখানে কোন ত্রুটি সেখানে জানবে সেটা লোক দেখানো । মানুষের জীবনে যা ঘটে তা তার প্রারব্ধ অনুসারে ঘটে । অতএব তাকে ভোগ কর । ভগবানের সামনে অভিমান কর না , এতেই তোমার কল্যাণ এটা অনুভব কর এবং সাক্ষী ভাবে থাক । সাফল্য ব্যর্থতা আমাদের হাতে নেই । পাপ পুন্যে ফল ঈশ্বর দেয় তাই আমরা পাই । তোমার সুকর্ম কুকর্ম তোমার ভবিসৎ এর প্রারব্ধ নির্মাণ করে ।


এটাই তো জীবন 

Tuesday, 6 February 2018

বৃহস্পতি শুক্র গোচর

বৃহস্পতি তুলা তে আপনার 11 th ঘরে স্থিত
যে কোন ভাবে সময় এবং ভাগ্য আপনার ক্রিয়াকলাপকে এবং আপনাকে মধ্যমণি করে তুলবে। এটা আপনার জন্য সবচেয়ে সেরা সময় যখন আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসা পাবেন এবং অন্যান্যরাও আপনাকে চিনতে পারবে ও আপনাকে লক্ষ্য করবে। বলা বাহুল্য, আপনার ব্যক্তিগত সম্পর্কেও শক্তি বৃদ্ধি পাবে। সন্তানেরা আপনার জন্য সুখ বয়ে আনবে। ভ্রমণ অপরিহার্য হতে পারে এবং মানুষ আপনাকে একবার দেখতে আগ্রহী হবে। এই সময়ে আপনি ধ্যান এবং জিজ্ঞাসার মাধ্যমে মানব অস্তিত্বের বাস্তবতার সত্য উদ্ঘাটনের চেষ্টা করবেন। এই সময়ে আপনি কিছু ব্যয়বহুল এবং বিরল বস্তু অর্জন করবেন। সামগ্রিকভাবে, এই সময়ে অত্যন্ত পুরষ্কারস্বরূপ হবে।
শুক্র কুম্ভ তে আপনার 3 rd ঘরে স্থিত
মানুষ আপনাকে লক্ষ্য করবে এবং আপনার কাছে পরামর্শের জন্য আসবে। জিনিষ পাওয়া অনুসারে সাজানো শুরু হবে। এই সময়কাল আপনার জন্য দারুণ সম্ভাবনা এবং শক্তি নিয়ে আসবে। সময় আপনার জন্য ভাগ্য, ক্ষমতা এবং সাহস নিয়ে আসবে। তা সত্ত্বেও উর্ধ্বতনদের থেকে বস্তুগত লাভ ও স্বীকৃতি পাবেন। সুতরাং, নতুন কিছু করার চেষ্টা এবং নতুন জায়গায় যাওয়ার জন্য এটা খুব ভাল সময়। এই সময়ের মধ্যে আপনি সম্ভবত একজন সওয়ারী অর্জন করবেন। আপনার সঙ্গে অনেক মানুষের যোগাযোগ স্থাপন হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যোগাযোগগুলি দান এবং গ্রহণের মাধ্যমেই হবে। এই সময়কাল আপনার ভাইবোনদের জন্যও সুখ এবং সাফল্য বয়ে আনবে।

Astro U P Mishra Jamshedpur Prediction for Tula Libra rashi 06 02 18

Sunday, 4 February 2018

Powerful Lottery Strategy to Select the Winning Numbers Daily

Powerful Technique to win a Pick 4 Lottery Jackpot

Powerful Technique to win a Pick 4 Lottery Jackpot

Powerful Technique to win a Pick 4 Lottery Jackpot

7 March तक इन 8 राशियों की खुलेगी किस्मत, जमके बरसेगा पैसा और सौभाग्य

Aries February Astrology Chances Payoff, YOU WIN The LOTTERY

Unexpected benefits can come through insurance benefits, taxes or money in general and an interest can develop for toys and any kinds of gadgets, especially electronics (Uranus) and computers. There can also be a growing interest in friendships, groups of people or an organization which you are interested in.


Aries February Astrology Chances Payoff, YOU WIN The LOTTERY