Thursday, 23 March 2017
পিতৃদোষ নিবারণ ।
ওঁ শ্রী সর্ব পিতৃদোষ নিবারনায় ক্লেশ দন দন সুখ শান্তি দেহি দেহি ফট স্বাহা ।পিতৃ শাপ ঃ
পিতৃ শাপ গ্রস্ত জাতকেরা তাদের জীবনে অনেক প্রকার সমস্যা গ্রস্থ হয়ে থাকেন । সুখের বদলে দুঃখ তাদের ঘিরে রাখে । চারি দিক থেকে সমস্যা তাকে ঘিরে রাখে । সমস্যা সমাধানের পথ খুঁজে পায়না । তার পক্ষে জীবনের বেচে থাকার মুল্য হারিয়ে যায় ।
যে সমস্ত জাতক পিতৃদোষ গ্রস্থ সে যদি ব্যবসা করে সেখানে হানি , চাকরি স্থলে সমস্যা , সেখানে বদনাম । সন্তান সন্ততির বিবাহ না হওয়া । সেই ব্যক্তি চিন্তা করতেই পারে না তার করনীয় কি ? অধিকাংশ ব্যক্তি ভাগ্য লিখন বলে মেনে নেওয়া ছাড়া তার সামনে অন্য কোন পথ থাকে না । কেউ কেউ জ্যোতিষীয় সমাধানের জ্যোতিষীর কাছে ছুটে ।
হিন্দু জনমানসে পিতৃ দেব এর প্রতি আস্থা ও বিশ্বাস গভীর এই জন্য তাদের বাড়ির মাঙ্গলিক কাজের জন্য তারা পিতৃ পুরুষের আশীর্বাদ প্রাপ্তির জন্য , নির্বিঘ্নে কাজ সম্পাদিত করার পিতৃ পুরুষের প্রসন্ন করার অনেক উপায় করেন । শ্রদ্ধাভাবনা থেকে তাদের সন্তুষ্ট করার প্রয়াস করে । তাদের আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করে ।
পিতৃদোষ এর কারন ঃ
গয়া ধাম যাত্রা
Subscribe to:
Posts (Atom)